ওমর ফারুক নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষণ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ ৭ ই মার্চ (মঙ্গলবার) বিকাল ৪ টার সময় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব বাবু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
সভাপতি জগলুল হায়দার এমপি তার বক্তব্যে বলেন-“৭ মার্চের ভাষণ : স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা।১৯৭১ সালের ৭ই মার্চ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত সেদিনই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁর ১৮ মিনিটের অসামান্য ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় মেলে। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়।