মো: মিনারুল ইসলাম:
ইংরেজি ভাষার মান উন্নয়নে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখক এম. এ. বাশার তার পেশাগত দায়িত্ব পালনের পর অবসর সময়ে আন্তরিকতার সহিত স্বেচ্ছা শ্রম দিচ্ছেন। ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ইংরেজির সঠিক উচ্চারণ শেখাচ্ছেন। কারণ ইংরেজির সঠিক উচ্চারণ শেখা এখন সময়ের দাবি। তিনি প্রথমে শিক্ষার্থীদের English Alphabet এর সঠিক উচ্চারণ শেখাচ্ছেন । তারপর বিভিন্ন Words এর সঠিক উচ্চারণ শেখাচ্ছেন ও পাশাপাশি উচ্চারণের নিয়ম দেখাচ্ছেন। এতে করে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ শিখতে আগ্রহী হয়ে উঠছেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আত্মবিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠছেন। শিক্ষার্থীবান্ধব এই ইংরেজি শিক্ষক জনাব এম. এ. বাশার বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সঠিক ইংরেজি উচ্চারণ শিখতে শিক্ষার্থীদের উৎসাহিত করে তুলছেন। লেখকের ইংরেজি পাঠদানের সঠিক উচ্চারণের কিছু অংশ নিম্নে তুলে ধরা হলো :
A (এই), J (জেই), K (খেই), O (ওউ), P (ফী), Q (খিউ), T (ঠী), W (ডাবল ইউ), Son ( সান), Healthy (হেলথি), Viza ( ভিজা), Village (ভিলিজ), Knowledge (নলিজ), Garden (গাডন), Division ( ডিভিজন), Day (ডেই), August ( অগাস্ট), Go (গোউ), So (সোউ), No (নোউ), Even ( ইভন), Basically (বেইসিক-লি), Market ( মাকিট) ইত্যাদি। উল্লেখ্য যে, সঠিক উচ্চারণের ক্ষেত্রে British ও American English এর মধ্যে কোন তফাৎ থাকলে তা তিনি উল্লেখ করে দেখাচ্ছেন।
কেন বিনা পারিশ্রমিকে লেখক এম.এ. বাশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজির সঠিক উচ্চারণ শেখাচ্ছেন? এরূপ প্রশ্ন করলে, তিনি বলেন,” সমাজের প্রতি আমার নিজেরও কিছু দায়িত্ব রয়েছে। এ কারণেই অবসর পেলেই আমি ছুটে যাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীদেরকে ইংরেজির সঠিক উচ্চারণ শিখিয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করি। এই কাজটি আমি স্বেচ্ছায় করি। কারন আমার অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে পারলেই আমি হব স্বার্থক । তাছাড়া ইংরেজির সঠিক উচ্চারণ নিয়ে আমি এখন কাজ করছি। শিক্ষার্থীদের সঠিক ইংরেজি উচ্চারণ শেখাতে আমার খুব ভালো লাগে। আর সে ভালোলাগা থেকেই আমি এই কাজটি করে থাকি।”
লেখক এম.এ. বাশার এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে স্বেচ্ছাশ্রম দেওয়াকে কিভাবে দেখছেন ? এরূপ প্রশ্নের উত্তরে গাংনী মহিলা ডিগ্রী কলেজ, মেহেরপুর এর ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক জনাব হায়দর জাহাঙ্গীর বলেন, ” ভুল প্রথা অনেকদিন চলতে পারেনা। লেখক এম এ বাশার যে কাজটি করছেন। এটি একটি মহৎ কাজ। আমি এই কাজটিকে পূর্ণ সমর্থন জানায় এবং লেখকের এরূপ মানসিকতাকে সম্মান জানাই। কারণ যুগে যুগে কেউ না কেউ নিঃস্বার্থভাবে সমাজের ও দেশের জন্য কাজ করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে লেখক এম.এ. বাশার তার মধ্যে অন্যতম। তার মাধ্যমে বিশুদ্ধ ইংরেজি শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা আমি করি। ” লেখক এম.এ. বাশার এর ইংরেজির সঠিক উচ্চারণ শিক্ষা দেওয়ার স্বেচ্ছাশ্রম সম্পর্কে জানতে চাওয়া হলে, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান (সাবেক) ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় (সাবেক),জনাব মোরশেদুল বারী বলেন,” নিঃসন্দেহে ইহা একটি ভালো কাজ। তার মত একজন English Language Expert এর কাছ থেকে ইংরেজি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।”
উল্লেখ্য যে, এম.এ.বাশার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী। তিনি বর্তমানে মেহেরপুর কলেজ অভ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ইংরেজি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া,তিনি হাসান বুক হাউস, ঢাকা এর English Reference Book Writer, হক পাবলিকেশনস, ঢাকা এর Academic English Book Writer ও প্রাইম পাবলিকেশনস, ঢাকা এর English Editor হিসাবে দায়িত্ব পালন করছেন।