মেহেরপুর প্রতিনিধিঃ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ছাড়া স্বাধিনতার সুতিকাগার মুজিবনগর ও মেহেরপুরের উন্নয়ন আর কোন সরকার করবে না। বিএনপি শাসনামলে আপনারা দেখেছেন। যেখান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে সেই জায়গাটা শুধু জাতির জনকের নামানুসারে নাম বলে বিএনপি সরকার মুজিবনগর দিবস পালন করেন না। তারা এই জায়গাটার কোন উন্নয়ন হোক সেটা চায় না। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত শুধু মেহেরপুর ১ আসনেই ৪শ ১৪ কোটি টাকার শুধু মাত্র রাস্তা পুনঃনির্মাণ হয়েছে। প্রায় ৬শ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চার লেনের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। ২ হাজার ৫৮ কোটি টাকা ব্যায়ে রেল সংযোগ, ১ হাজার কোটি টাকা ব্যায়ে মুজিবনগরে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ত্রিমাত্রিক নকশা সম্পন্ন অচিরেই কাজ শুরু হবে। চেকপোস্টের কাজ দ্রুত এগিয়ে চলছে, মুজিবনগর বিশ্ব বিদ্যালয় অনুমোদন ও প্রায় ১৩০ কোটি টাকা ব্যায়ে ৫৯ কিলোমিটার ভৈরব পুনঃখনন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা দৃষ্টি রয়েছে মুজিবনগরের প্রতি। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, মেহেরপুর ২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগে সহ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শামীম আরা হিরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।